sa.gif

পোশাক শ্রমিকদের ফুটবল টুর্নামেন্ট শুরু মঙ্গলবার
আওয়াজ প্রতিবেদক :: 15:59 :: Sunday February 18, 2018 Views : 16 Times

পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) উদ্যোগে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃগার্মেন্টস ফুটবল টুর্নামেন্ট ‘বিজিএমইএ কাপ-২০১৮’।

শনিবার ১৭ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান।


বিজিএমইএ সভাপতি জানান, আগামী মঙ্গলবার শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল হবে ২ মার্চ। টুর্নামেন্টে বাংলাদেশের ১৬টি স্বনামধন্য পোশাক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বান্দো ডিজাইন, কমফিট কোম্পাজিট নিট লি., এপিলিয়ন গ্রুপ, অনন্ত গ্রুপ, নাসা গ্রুপ, মজুমদার গ্রুপ, এসপায়ার গার্মেন্টস, স্টারলিং গ্রুপ, ভারসাটাইল গ্রুপ, মেহনাজ স্টাইল অ্যান্ড ক্রাফট লি., টর্ক ফ্যাশনস লি., মাস্ক ট্রাউজার লি., ফরটিস গ্রুপ, সেলফ ইনোভেটিভ ফ্যাশন, আলি গার্মেন্ট ও অ্যাপারেল ইন্ড্রাস্ট্রি লি.।

রাজধানীর ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের অ্যাস্ট্রো-টার্ফ মাঠে গ্রুপ পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বে ১৬ দল চার গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে। সেভেন-এ-সাইডের এ টুর্নামেন্টের ফাইনাল হবে আর্মি স্টেডিয়ামে। ফাইনাল সরাসরি সম্প্রচার করবে গাজি টিভি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিজিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান, ভাইস প্রেসিডেন্ট (অর্থ) মোহাম্মদ নাছির প্রমুখ।Comments

Pakkhik Sramik Awaz
Reg: DA5020
News & Commercial:
85/1 Naya Paltan, Dhaka 1000
email: sramikawaznews@gmail.com
Contact: +880 1972 200 275, Fax: +880 77257 5347

Legal & Advisory Panel:
Acting Editor: M M Haque
Editor & Publisher: Zafor Ahmad

Developed by: Expert IT Solution