ঘূর্ণিঝড় ‘ফণী’ ধেয়ে আসায় উপকূলীয় ঝুঁকিপূর্ণ ১৯ জেলায় শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১২ লাখ ৪০ হাজার ৭৯৫ জনকে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল এমন তথ্য জানিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় সচিবালয়ে ঘূর্ণিঝড় ‘ফণী’র সর্বশেষ অবস্থা ও মোকাবিলার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, প্রধানমন্ত্রী মুখ্য সচিব নজিবুর রহমান, প্রধান তথ্য কর্মকর্তা মো. জয়নাল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন।
ত্রাণ সচিব বলেন, ‘দুপুর পর্যন্ত (শুক্রবার) আমরা যে লোকগুলোকে আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছিলাম, তাদের সংখ্যা ছিল চার লাখ চার হাজার। এ মুহূর্তে সর্বশেষ সংখ্যা হলো ১২ লাখ ৪০ হাজার ৭৯৫ জন। উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে। আমাদের আশ্রয় কেন্দ্রের সংখ্যা চার হাজার ৭১টি।’
তিনি বলেন, ‘ঝড়ের গতি ও সিগন্যাল কমে আসছে, লোকও কম আসবে। সিগন্যাল ৭-এর পর আর বাড়েনি।’
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘এর সঙ্গে (আশ্রয় কেন্দ্র) প্রাইমারি ও হাইস্কুল এবং কলেজ বিল্ডিংগুলো অন্তর্ভুক্ত হবে। প্রত্যেক জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে যে, উপকূলীয় এলাকায় স্কুল-কলেজের ভালো বিল্ডিং থাকলে সেগুলো আশ্রয় কেন্দ্রে রূপান্তর করতে। ইতোমধ্যে এমন ভবনগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে রূপান্তর করা হয়েছে। ওইসব এলাকার মানুষ সেখানে আশ্রয় নিয়েছে।’
এনামুর রহমান বলেন, ‘ঝড়ের যে গতি তাতে আমাদের খুব বেশি ক্ষতি হবে না বলে মনে করি।’
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের সক্ষমতা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। সবাইকে সরকার ঐক্যবদ্ধ করতে পেরেছে। সবাই দুর্যোগ মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে।’
মুখ্য সচিব বলেন, ‘হয়তো বিপদের কোনো আশঙ্কা নেই- এটা মনে করে যদি অতি স্বাভাবিক হয়ে যান তবে পূর্ণ প্রস্তুতিতে ফিরিয়ে নেয়া যায় না। এজন্য দুর্যোগ ব্যবস্থাপনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া।’
তিনি আরও বলেন, ‘তখন যদি বিপদ সেই রকম না হয় তখন কোনো ক্ষতি নেই। কিন্তু উল্টোটা যদি হয়, আমরা প্রস্তুত হলাম না, বড় বিপদ হয়ে গেল; তখন কিন্তু সমূহ ক্ষতির সম্ভাবনা থাকে। প্রধানমন্ত্রী এ বিষয়টির ওপর গুরুত্ব দিচ্ছেন- কেউ যাতে দুর্যোগের সম্ভাবনাকে খাটো করে না দেখেন। আমরা দেখেছি, সবাই প্রস্তুত রয়েছেন।’
কারখানার ওয়াশিং মেশিনে পেঁচিয়ে প্রাণ গেলো ওয়াসিং শ্রমিক মুস্তাফিজের
টিইউসির সাভার-আশুলিয়া কমিটি গঠন, মিন্টু সভাপতি মঞ্জু সাধারণ সম্পাদক
'যে কোন মূল্যে রানা প্লাজার স্মৃতিস্তম্ভ সংরক্ষণ করতে হবে '
নির্মাণ সেক্টরে কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের বিশেষ পরিদর্শন শুরু
হাকিম চত্বর
মধু দা'র পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শ্রমজীবিকে স্মরণ
নিরাপদ অভিবাসনের দাবিতে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের বন্ধন
সরকারি প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানো হচ্ছে
আঙ্গুল কাটা যাওয়ায় প্রতিবন্ধী অপবাদ দিয়ে মলিনাকে চাকরিচ্যুত করলো স্টার্লিং গ্রুপ
আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ
ধেয়ে আসছে ঘূর্ণিঝড়
মোংলা ও পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় ১৩ জেলায় শনি-রোববারের ছুটি বাতিল
১১ হাজার বিদেশিকে ফেরত পাঠাবে বাংলাদেশ
বর্ষীয়ান রাজনীতিক মঈনউদ্দিন খান বাদল আর নেই
পোশাক রপ্তানিতে বিপর্যয় : করনীয় নির্ধারণে বাণিজ্য মন্ত্রণালয়ে জরুরি বৈঠক
আওয়ামী লীগের আমলে ৮০০ ট্রেড ইউনিয়ন অনুমোদন দেয়া হয়েছে : শাজাহান খান
বাংলাদেশের গণমাধ্যমে সংকট গভীর হচ্ছে বলে এই মাধ্যমের কর্মীদের অনেকে বলছেন।
বেতন-ভাতা দাবির পর সংবাদকর্মীদের হুমকি
ভবনের মালামাল সরিয়ে নিয়েছে বিজিএমইএ, ভবন ভাঙা আরেক দফায় জটিলতায়
বিদ্যুৎস্পৃষ্ট ঈগলকে আকাশে ওড়ালেন শ্রমিক
মনোয়ারার বাসায় ফেরা হলো না, কাভার্ড ভ্যান কেড়ে নিলো প্রাণ
এ্যাননটেক্স গ্রুপের সুপ্রভ সাময়িক বন্ধ: ত্রিপক্ষীয় বৈঠক, সিদ্ধান্ত ছাড়াই সমাপ্ত
আয়ের সাথে মিলে না শ্রমিকের ব্যয়ের হিসাব
উত্তরায় তিন কারখানায় শ্রমিক ছাটাই-হামলা-মামলা বন্ধ করুন
কাজী রুহুল আমিন
Pakkhik Sramik Awaz
Reg: DA5020
News & Commercial:
85/1 Naya Paltan, Dhaka 1000
email: sramikawaznews@gmail.com
Contact: +880 1972 200 275, Fax: +880 77257 5347